Posts

কবিতা

মরবো বলে ডুবতে জানি

June 24, 2024

মোহাম্মদ রাজু

162
View

তুইতো আমার স্নিগ্ধ আকাশ রৌদ্র ছায়া
আমি শুধুই ক্ষুদ্র কেউ জনারণ্যে,
অঝর ধারায় খুব কখনো বৃষ্টি হলে
আমার শুধু ভিজতে মানা তোর অরণ্যে।

তুইতো আমার সাদা ফুলের ঝরা পাপড়ি
কুড়িয়ে বেড়াই সারা বেলা,
তোর সুবাসে স্মিত হইনি
গভীর প্রেমে অন্ধজনে দিয়েই গেছিস অবহেলা।

আহা! পাগলী! আমিতো তোর কেউ না
তোর সমুদ্রে উথাল পাথাল  ঢেউ না,
আমার প্রতি তোর যে ঘৃনা খুব তা জানি
সাঁতার রপ্ত না হলেও মরবো বলে ডুবতে জানি।

Comments

    Please login to post comment. Login