Posts

কবিতা

নিনাদ সন্ধ্যা

June 24, 2024

মোহাম্মদ রাজু

67
View

আজকের সন্ধ্যাটা কেবলই আমার একার। 
কাউকে দিতে চেয়েছিলাম, 
ফিরিয়ে দিয়েছে অবহেলায়। 
সন্ধ্যাটা তাই নিজেকেই দিলাম-
ভালবেসে ভালবাসায়।
অনেকটা পথ হেঁটে তবেই বুঝেছি,
নিজের ছায়ার সাথেই নিজে সঙ্গী ছিলাম।
মায়া ছেড়ে ছায়া চলে যাবে বুঝি , 
বেদনার দামে সব সুখ করে নিলাম।

আজকের সন্ধ্যায় বৃষ্টি হোক, নিনাদ হোক 
আমার দুঃখের অবগাহনে কাঁদুক আনন্দলোক।

Comments

    Please login to post comment. Login