পোস্টস

কবিতা

বর্ষণমুখর রাত

২৪ জুন ২০২৪

মোহাম্মদ রাজু

যুবতীর ছদ্মবেশে বর্ষণমুখর রাত,
বৃষ্টির জলের ফোঁটায় ছুঁয়ে গেলো হাত!
হাতের উপর হাত পরেছে, জলের ফোঁটা নিরুদ্দেশ,
জলেও যে তার আগুন জ্বলে, আমি পুড়ে হলেম শেষ।
আষাঢ়ে মন অসার হলো, ধরা দিয়েও দেখা নেই,
ধরতে গিয়ে বৃষ্টি দেখি, শুকিয়ে গেলো আকাশেই।