প্রেমিকারা ফিরে আসে।
কেউ বন্ধু হয়ে, কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে অথবা কেউ কেউ শুধুমাত্র ইনবক্সের ব্যস্ততা হয়ে।
প্রেমের মরা যেমন জলে ডোবেনা, প্রেম ও তেমনই অমর আবার প্রেমিকাও কখনো সাবেক হয়না।
প্রেমিকা কখনো শত্রু হয়েও ফিরে ফিরে আসে। কখনো হিংসা হয়ে, দ্রোহ কিংবা প্রতিশোধ হয়েও আসে।
তবে যেভাবেই আসুক, ভালোবাসা নিয়ে এসোনা প্লিজ। সময় গিয়েছে চলে।
ভালোবাসার সে সময় আর এখনকার পার্থক্য অনেক।
এখনো তুমি প্রেমিকা। তুমি সাবেক নও।
তুমি আমার আছো জানি।
কিন্তু সময় আমার পক্ষে নেই।
74
View