Posts

কবিতা

কবিতা

June 24, 2024

ওয়াকিফ হাসান মুন্না

135
View

বিশ্বজয়ী প্রেমিক

ওয়াকিফ হাসান মুন্না 


 

জীবনে তোমাকে পেলে বিশ্বজয়ী হবো

পারবো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি থামাতে।

সকল দুঃখ যন্ত্রণা ভুলে যাবো

সাজিয়ে তুলবো নতুনত্বের পৃথিবী। 

তবে যদি তোমাকে না পায় 

আমি হয়ে যাবো ধ্বংসের মহামন্ত্র! 

এক নিমিষে গুড়িয়ে দিতে পারবো সমস্ত। 

সঙ্গে সঙ্গে লেগে যাবো ফিরে পাওয়ার যুদ্ধে 

সমস্ত যুদ্ধে বিজয়ীর খেতাব নিয়ে ফিরবো।

অতঃপর তুমি বেহালার সকরুণ সুরের মতো

আবারো ফিরে আসবে কবিপত্নী হতে।

হয়তো ভাবছো কেন আসবে_

কারণটা যে আমি নিজে।

আত্মার গভীরে আছো তুমি

যেখান থেকে সহজে চলে যাওয়া যায় না

সমস্ত মায়া তোমাকে ঘিরে ধরবে

দৌড়ে ছুটে আসবে মর্মদেশে।

Comments

    Please login to post comment. Login