Posts

চিন্তা

বেকার জীবন -১

June 24, 2024

সালমান ফারসি

203
View

বেকার ভাবনা-১

কিছুদিন ধরেই ভাবছি বেকার নিয়ে লিখবো।
নিজে বেকার আছি,এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি।যদিও লিখতে গেলে মেডিকেল পারিভাষিক শব্দ চলে আসে,এর পরও চেষ্টা করবো সাধারণ মানুষের উপযোগী করে লিখার জন্য।এখানে বিজ্ঞান বহির্ভূত কথাই বেশি থাকবে,তাই বিজ্ঞানের সাথে মিলিয়ে না ফেলার অনুরোধ রইলো।


বেকারদের শুরুর দিকে যেটা হয় পাকস্থলির *HCL ক্ষরণ কমে যায়।তাই প্রথমদিকটায় যেটা হয় বদহজম।
পরের দিকে অবশ্য *ইসোফেগাস এর সার্কুলার আর লঙ্গিচুডিনাল মাসলের কার্যক্ষমতা কমে যায়,তখন সমস্যা হয় গলাধঃকরণে।অনেকে বলে বাসায় খাইতে গেলে গলা দিয়ে ভাত নামে না।

*HCl (হাইড্রোক্লোরিক এসিড) খাদ্য পরিপাকের জন্য যে এনজাইম (উৎসেচক) দরকার হয়, তাকে সক্রিয় করার জন্য ভূমিকা রাখে এবং খাবারের সাথে যে সকল জীবাণু পাকস্থলীতে ঢুকে,তা ধ্বংসে ভূমিকা রাখে।


*ইসোফেগাস-(খাদ্যনালী) এখানের মাসেল (মাংসপেশি) এর ছন্দময় নাড়াচাড়ার জন্য খাদ্য পাকস্থলীতে পৌঁছায়।

Comments

    Please login to post comment. Login