নিশিরাতে আকাশ জুড়ে,
চাঁদ সেজেছে মায়ার ছোঁয়ায়,
তারার মেলা ঝিকিমিকি,
স্বপ্ন দেখে ঝিলমিলায়।
চাঁদের হাসি, তারার নাচন,
আলোর সুরে মুগ্ধতা,
মেঘের আড়াল পেরিয়ে,
বাতাসে ভাসে মধুরতা।
সেই চাঁদ আর তারার প্রেম,
নীরবে হয় আলাপন,
রাতের গভীরতায় মিলে,
স্বপ্নে ভরে মন।
তারা যখন চোখে চায়,
চাঁদ দেয় তবু সান্ত্বনা,
আলোর পথ ধরে তারা,
ছুঁয়ে যায় সব মনোহরনা।