Posts

কবিতা

স্বপ্ন বুনে যাও

June 25, 2024

Shumon Masum

Original Author আমি

একা একা তুমি স্বপ্ন বুনে যাও/
কাথাতো হয় না গড়া শীতের আগে/মন গড়া ইচ্ছেরা যাচ্ছেতাই বলে সব দলছুট/অভিশাপ নিয়ে কি আর রসুন খাওয়া যায়?গরা যায় জীবন?যত দূরে যাওয়া হবে সবই শূন্য হাতে/

দেয়াল লেখাগুলো পড়ছিলাম/ দেখছিলাম দেয়াল চিত্রগুলো/
আজ তোমার চায়ের রঙ কেমন হবে?সঙ্গ ভালো লাগে বুঝি বুড়োদের সঙ্গে?
নিজের কথা যার স্মরণে নেই/লুকিয়ে থাকা অক্ষরগুলো সব ভ্রমরের মতে/
ভুল কালে জন্ম কার?
বলে এসে কাকে অন্ধকার কবিতা হবে নাকিরে/
বিবেকের পর্দা যদি সরে যায়/নিজের ছায়া মানুষ ভয় পাবে/
অপ্রস্তুত হবে সব নিজেদের পাপে/
একা একা তুমি...স্বপ্ন বুনে যাও/একা একা যতদূর/ একাই যেতে হয়/

স্বপ্ন বুনে যাও/
২৫ শে জুন ২০২৪

Comments

    Please login to post comment. Login