Posts

কবিতা

কবিতার পানশালা থেকে

June 25, 2024

অনিরুদ্ধ রনি

93
View

কবিতা পান করলে নেশা হয়! 
চারিপাশে সব পানশালা মনে হয়,
এ নেশা কোন যুবতীর রূপ নয়,
এ নেশা অর্থের নয়, এ নেশা অক্ষয়!

এ নেশা মনকে মাতাল করে, শরীরকে নয়
এ নেশা সকল নেশাকে হার মানায় 
সকল পাওয়া কে হার মানায় 
এ নেশা পূর্ণ করে যত অপূর্ণতা।

তাই আমি মধ্য রাতে কবিতা পান করছি
আজ আমার নেশা হোক, চরম নেশা
যে নেশা অদৃশ্যকে দেখে, আর লিখে
মনকে শান্ত করে, নফ্সকে হালকা করে।

Comments

    Please login to post comment. Login