পোস্টস

কবিতা

কবিতার পানশালা থেকে

২৫ জুন ২০২৪

অনিরুদ্ধ রনি

কবিতা পান করলে নেশা হয়! 
চারিপাশে সব পানশালা মনে হয়,
এ নেশা কোন যুবতীর রূপ নয়,
এ নেশা অর্থের নয়, এ নেশা অক্ষয়!

 

এ নেশা মনকে মাতাল করে, শরীরকে নয়
এ নেশা সকল নেশাকে হার মানায় 
সকল পাওয়া কে হার মানায় 
এ নেশা পূর্ণ করে যত অপূর্ণতা।

 

তাই আমি মধ্য রাতে কবিতা পান করছি
আজ আমার নেশা হোক, চরম নেশা
যে নেশা অদৃশ্যকে দেখে, আর লিখে
মনকে শান্ত করে, নফ্সকে হালকা করে।