Posts

কবিতা

আমি আর কবিতা লিখব না

June 25, 2024

অনিরুদ্ধ রনি

103
View

আমি আর কবিতা লিখব না 
লিখব না কোনো মর্মান্তিক অনুভূতি;
শব্দ এখন শব,তাকে কাফনে মুড়িয়ে 
পুড়িয়ে ফেলা হবে নিমিষে;ঠিক সিলিংফ্যানের 
মতো একই বৃত্তে বছরের পর বছর ছটফট করবে কবিতা!
দাউ দাউ করে জ্বলে উৎকট গন্ধে পরিবেশ বিষিয়ে দিবে,উল্লাস করবে 
সকল সমালোচক-শত্রু-বন্ধু আর প্রেমিকারা নাক সিঁটকিয়ে বলবে,কবি!ইস...

তবে আমার কী হবে?
কী হবে আমার পেশা?
ব্যাংক কিংবা বিসিএস না কি বেশ্যার দালাল!

পৃথিবী একটা শুয়োরের বাচ্চা।
কে বুঝবে একটা বেকার যুবকের ১৮০ টাকার জুতো ক্ষয়ে যাওয়ার প্রাক-ইতিহাস?
পরিবার?বন্ধু?আত্মীয়?প্রেমিকা?মেস মেম্বার?
যারা পরিত্যক্ত ডালভাতের খোঁটা মারে তারা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? রবীন্দ্রনাথ? দেকার্ত ?
সক্রেটিস? যাদের থেকে বই ধার নিয়েছিলাম?

আমি আর কবিতা লিখব না 
লিখব না কোনো মর্মান্তিক অনুভূতি;
শব্দ এখন শব,তাকে কাফনে মুড়িয়ে 
পুড়িয়ে ফেলা হবে নিমিষে;ঠিক সিলিংফ্যানের 
মতো একই বৃত্তে বছরের পর বছর ছটফট করবে কবিতা!
দাউ দাউ করে জ্বলে উৎকট গন্ধে পরিবেশ বিষিয়ে দিবে,উল্লাস করবে 
সকল সমালোচক-শত্রু-বন্ধু আর প্রেমিকারা নাক সিঁটকিয়ে বলবে,কবি!ইস...

Comments

    Please login to post comment. Login