Posts

কবিতা

উত্তম পুরুষ

June 25, 2024

অনিরুদ্ধ রনি

90
View

পুরুষ তুমি পিতা শুধু নও
ভালোবাসার ও প্রতীক।
পুরুষ শুধু ধর্ষক নয়,
সকল কর্তব্যে তুমি সঠিক।

পুরুষ তুমি নুইতে জানো,
দ্বিগুণ বোঝা বইতে জানো। 
ন্যাকা  কান্না, মিয়ানো সুর,
তোমরা পায়ে পিষতে জানো ।

পুরুষ তোমার মুখ ফোটেনা,
বুক ফেটে হয় ছাড়খার।
তাই তো তোমার অশ্রু দেখা!
জগতের কঠিনতম কাজ।

পুরুষ তোমার ভালোবাসার-
ছোঁয়ায় হয়েছে নারী পূর্ণ।
গর্ভধারিনী অহম হয়েছে,
তোমার নামে সিঁথি লালবর্ণ।

পুরুষ তুমি শুধু স্বাধীনতা নয়,
দিয়েছো শিক্ষার সাথে মান।
তাই, বিদ্যাসাগর-রামমোহনের
জগৎ ভোলেনিকো অবদান।

পুরুষ তুমি জগৎ শ্রষ্ঠা,
কতনা নারীর পিতা!
বেশ্যাপাড়া বা হোক দেবালয়
তবুও তুমি সবার ত্রাতা।।

পুরুষ তুমি বটবৃক্ষ সম,
তোমার ছায়ায় পাই গো ঠাঁই।
কিছু পুরুষ আজ কলঙ্কিত তাই,
পুরুষের অধিকার বলে কিছু নাই

Comments

    Please login to post comment. Login