পোস্টস

গল্প

মণ্ডলবাড়ির বউ (প্রিমিয়াম)

২২ এপ্রিল ২০২৪

মুহসীন মোসাদ্দেক

মূল লেখক মুহসীন মোসাদ্দেক

উপর্যুপরি পেটানোর ফলে মান্নান একেবারে নেতিয়ে পড়েছে। পায়ে ভর দিয়ে দাঁড়ানোর শক্তি তার নেই, বসিয়ে রেখে বাঁধা হয়েছে তাকে। মান্নানের মাথা নোয়ানো। কপালের মাঝখানটায় ফেটে গেছে। ডানপাশের চোখের কোণা দিয়ে কপাল থেকে রক্ত গড়িয়ে চিবুক বেয়ে মান্নানের গায়ের কাপড় রাঙিয়ে দিয়েছে। নাক, ঠোঁটও ফেটে রক্তাক্ত। কিল-ঘুষি-রড-বাটামের আঘাতে পুরো মুখই তার ক্ষত-বিক্ষত, রক্তে লাল। রক্তগুলো এখন শুকিয়ে জমাট বেঁধেছে। তাজা রক্তমাখা মুখ এক রকম বিভৎস, শুকিয়ে যাওয়া জমাটবাঁধা রক্তে সে মুখ আরেক রকম বিভৎস। এ বিভৎসতার কারণেই মান্নান হয়তো তার মাথা নুইয়ে রেখেছে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।

লেখক সম্পর্কে

মূলত গল্পকার ও শিশুসাহিত্যিক। পাশাপাশি অনুবাদ করেন বিশ্বসাহিত্যের পছন্দের গল্পগুলো। জন্ম ২২ ফেব্রুয়ারি, ১৯৮৮; রাজশাহী। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্নের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন ব্যবস্থাপনা শিক্ষায়।

প্রকাশিত বইসমূহ:
ঘন অন্ধকারের খোঁজে; গল্পগ্রন্থ (তৃতীয় নয়ন প্রকাশন, ২০১০)
মগডাল বাহাদুর; শিশু-কিশোর গল্পগ্রন্থ (সিঁড়ি প্রকাশন, ২০১৩)
ঘি দেয়া গরম ভাত আর চিতল মাছের পেটি; গল্পগ্রন্থ (শুদ্ধস্বর, ২০১৪)
কবিতার গল্প সংকলন: গল্পরূপে প্রিয় কবিতা; সম্পাদনা (অনুপ্রাণন প্রকাশন, ২০২২)
হারুকি মুরাকামি: সমকালীন ছোটগল্প; অনূদিত গল্পগ্রন্থ (বাতিঘর প্রকাশনী, ২০২৩)
রাজুর ভুতুড়ে ম্যাজিক; শিশু-কিশোর গল্পগ্রন্থ (বইপুস্তক প্রকাশন, ২০২৪)
মুহসীন মোসাদ্দেক মুহসীন মোসাদ্দেক গল্পকার, অনুবাদক ও শিশুসাহিত্যিক