Posts

কবিতা

কবিতা (Premium)

June 26, 2024

Ashraful Sharif

0
sold
কবিতা: ভুলে যাবে?
কবি : আশরাফুল শরীফ



তুমি বলে ছিলে ভুলে যাওয়া সহজ নয়—
তোমাকে ভুলে যাঔয়ার সাধ্য আমার নেই ৷
অথচ—
ভাগ্যের কথা বলে চালিয়ে দিলে,
তুমি ভুলে গেলে— আমি আজও ভুলিনি ৷
রাতে ঘুমানোর আগে বুকের ভেতর পিঠপিঠে ব্যথা অনূভব করি,
আমাকে কোনদিন ব্যথাটা ছেড়ে যাবে না,
এটাই তোমার দেওয়া শেষ উপহার,
যতনে আঘলে রেখেছি বুকের ভেতর ৷

This is a premium post.

Comments

    Please login to post comment. Login