পোস্টস

কবিতা

উচ্ছ্বিষ্ট প্রেম

২৬ জুন ২০২৪

সুকান্ত সোম

নাগরিক কোলাহল আমাকে ছেড়ে বেচে ছিল,

এই সব প্রেমের উচ্ছ্বিষ্ট,

উদ্ভ্রান্ত প্রেমিকা আমার নতুন জীবন পেয়েছে।

নৈশব্দ বুকে নিয়ে চোখ বন্ধ করে ভেবেছিল কিছুটা সময়।

পেছন ফিরে তাকানোর মত আলেয়ার ভুল আর সে করেনি।

যাচিত জীবনের অহর্নিশ নরক যন্ত্রনার হাত হতে নিরাপদ দুরত্বে পৌছে গিয়েছিল।

আর আমি প্রেমের নৈবদ্য ছেড়ে দূর দ্বীপের বাসিন্দা

থাকাতেই তৃপ্ত অহংকারে ব্যস্ত।