পোস্টস

কবিতা

দেখা দাও প্রাণময়ী

২৬ জুন ২০২৪

শুভ্র সুনজিত

কত দিন তোমাকে দেখিনা প্রিয় 
লাখো বছর ধরে প্রতীক্ষায় আছি!

 

তোমার কাজলকালো চোখদুটো খুঁজেছি
সুমেরীয় থেকে মেসোপটেমিয়ার অলিতে গলিতে। 
তোমার দর্শন না পেয়ে ভাঙ্গামন নিয়ে
উঁকি মেরে দেখেছি গ্রীক রাষ্ট্রের 
প্রতিটি বাড়ির আঙ্গিনা-অন্দরমহল।
একশো বছর করে অপেক্ষার প্রহর কেটেছে
প্রতিটি বাড়ির গেটে।
তবুও এক নজর দেখতে পাই নি তোমাকে!

 

পাড়ি দিয়েছি বাংলা চ্যানেল থেকে ইংলিশ চ্যানেল
বঙ্গোপসাগর থেকে প্রশান্ত মহাসাগর।
পারস্য থেকে ইউরোপ ঘুরেছি 
উদবাস্তু পরিব্রাজকের মতো।
তোমার দেখা পাই নি সেখানেও!

 

আর্যসভ্যতার প্রতিটি কুঠুরি চষে বেড়িয়েছি 

তোমার প্রত্যাশায়, 
কোটি বছর ধরে চষেছি সিন্ধু সভ্যতার 
প্রতিটি আনাছেকানাছ।
তবুও তোমার দেখা পাই নি।

 

তোমার নীলাদ্রি বরণ, 
তোমার শান্ত দিঘিরজলেরচোখ
তোমার লজ্জারাঙ্গা মুখ, 
তোমার ভোমরকালো চুল, 
তোমার হরিণী বেশনভূষণ- শুধু একবার দেখে
কোটি বছরের তৃষ্ণা মেটাবো বলে, 
এক কোটি বছর ধরে এই বাংলার শষ্যক্ষেতে 
ঠাঁয় দাঁড়িয়ে আছি!

 

একবার, শুধু একবার নিজরুপে 
দেখা দাও হে প্রানময়ী!