পোস্টস

কবিতা

তোমার উপেক্ষার চাহনি

২৬ জুন ২০২৪

শুভ্র সুনজিত

তুমি যে আমাকে উপেক্ষা করো, অবহেলা করো- 
তা আমার অজানা নয়। আমি বুঝি।

তুমি কি জানো না অবজ্ঞার ক্রুরদৃষ্টি 
প্রেমিকের আকুলতা বাড়িয়ে দেয়?

তুমি কি জানো না তোমার উপেক্ষা 

আমায় আরও বেশী তৃষিত করে।
 

তোমার অবজ্ঞার দৃঢ় চাহনি
তোমার কঠোর নিষ্টুরতা
তোমার নিস্পৃহ ঘৃণ্য চাহনি
তোমার নাক শিটকানি
তোমার দূরে ঠেলে দেয়া
আমাকে আরও সজোরে টানে তোমার দিকে
মেরুর চুম্বকের মতো!