পোস্টস

নন ফিকশন

মুষলধারা (প্রিমিয়াম)

২৬ জুন ২০২৪

রাজীব কুমার সাহা

বাংলা ভাষায় একটি অতি পরিচিত শব্দ হলো ‘মুষলধারা’। বিশেষ করে বর্ষাবিধৌত আমাদের দেশে প্রবল বেগে বৃষ্টি বোঝাতে প্রয়োগ করা হয় ‘মুষলধারে’ শব্দটি। আবার হঠাৎ করে ঝমঝমিয়ে যখন বৃষ্টি নামে তখনও আমরা সে বৃষ্টিকে বলি মুষলধারে বৃষ্টি। প্রবল বেগে বৃষ্টিপাত বোঝাতে ইংরেজি প্রবাদে ব্যবহার করা হয় ‘রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস’ শব্দগুচ্ছ। অর্থাৎ বিড়াল-কুকুরের সঙ্গে বৃষ্টির সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? মুষল বা বিড়াল-কুকুরের সঙ্গে বৃষ্টির কী সংযোগ? তবে চলুন জেনে নিই বৃষ্টিপাতের সঙ্গে বিড়াল-কুকুর এবং মুষলের সম্পর্কের আদ্যোপান্ত।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।