বৃষ্টিহীন রাত
চোখের শ্রাবণে ডুবে যায় চাঁদ
নিকষ কালো অন্ধকার হাতড়ে হাতড়ে
বুকের জমিন খুঁড়ে লাগাই ফসল আগামীর।
জানে কি কখনো কেউ?
কতকগুলো কষ্টের আকাশ বুকের জমিনে খাবি খায় রোজ!
কত সমুদ্র নোনাজল জড়িয়ে চোখের কোণায়!
আলোহীন বায়ুহীন প্রেমহীন কতকাল আর বেঁচে থাকা যায়!
কত কাল আর পাখিদের কান্না শুনে, হৃদয়ের কান্না ঢাকা যায় !
এই রাত এই কষ্টের অবয়বে আসলো কী কেউ কখনো সুধাতে ধরায় ?
কোন বিরহী চৈত্রাগুনে পুড়ে পুড়ে ডুবে যাই ?
প্রত্যহ প্রতিদিন অন্তহীন জীবন যন্ত্রণায় !
গানের প্রতীক্ষায় থেকে থেকে ভুলে যাই সুর
ফুলের সুবাসহীনে ভুলে যাই ভ্রমরের মন
ক্ষীণ কোনো আলোর ইশারা যদি পাই,
সে আলোয় মন ভরে আলোকিত হতে খুব সাধ, যদি পথে আসে কেহ বাড়াতে দু'হাত,
বৃষ্টির ছড়াছড়ি হবে সেই রাত।
***************************************
টুঙ্গিপাড়া,