দুইটা গরম ধোঁয়া উঠা সিঙারা, সাথে ঘন দুধের চা এর সামনে পিজ্জা,বার্গারকে আমার খুব ফিকে মনে হয়...
গরুর কালাভুনার সাথে গরম ভাত, সাথে এক টুকরা পেঁয়াজের সামনে ফ্রাইড রাইস,ফ্রাইড চিকেনকে আমার কিছুই মনে হয় না...
প্রথম খাবারগুলো যদি রমজান মামা ভালো বানায়, কিংবা ইব্রাহিম হোটেলে ভালো পাওয়া যায়- আমি পশ রেস্টুরেন্টে বসে ছবি তুলে চেকইন দেয়ার চেয়ে ওখানেই যাবো...
কিন্তু কোথাও খাবার অর্ডার দিয়ে যদি ঘন্টাখানেক বসে থাকা লাগে - সেটা আমার একেবারেই worth it মনে হয় না। আমাদের 'সময়' পছন্দের একটা খাবারের চেয়ে অনেক মূল্যবান!