পোস্টস

গল্প

বলদ নাম্বার ওয়ান (পর্ব : ৩)

২৭ জুন ২০২৪

সাদাত হোসাইন

বাসায় যাবার পর ,

বাবা : ছি , ছি , তোর বাবা মায়ের নাম জানিস না । তোর

 বাবার নাম মন্টু মিয়া আর মায়ের নাম শেফালী

 বেগম । এরপর থেকে কেউ বাবা মায়ের নাম জিজ্ঞেস

 করলে এগুলোই বলবি । বুঝছো ?

কুদ্দুস : আচ্ছা বাবা ।

বাবা : কয়েকদিন পর তোর স্কুল যা যা লাগে আমাকে

 বলিস এনে দেবোনি । এখন দুপুরের খাবার খেয়ে ঘুমা ।

কুদ্দুস : আচ্ছা বাবা

বিকাল বেলা ,

 কুদ্দুস : বাবা ও বাবা লিস্ট করা শেষ । লিস্ট নিয়ে

 মার্কেটে যাও আর এগুলো নিয়ে আসো ।

বাবা : আচ্ছা । দাও দেখি ।

 লিস্টে যা যা লেখা ছিল 

১) ১২ টা খাতা

২) ১২ টি রাবার

৩) ১২ টি কাটার

৪) ১২ টা কলম

৫) ১২টি ব্যাগ

৬)১২ টা পোশাক

 

সবকিছু বারোটা কেন ?

কুদ্দুস : কারণ নোট বারো মাস । 

বাবা : তুই এটাই কেমনে জানলি , যে মোট বারো মাস ?

কুদ্দুস : একটা কবিতা শুনেছিলাম যে , মোট বারো মাস 

আমি খাই বাস ।

বাবা : এখন শোন মানুষ এক ক্লাসের জন্য একটাই ব্যাগ

 কেনে ।  আর গরমের মধ্যে পড়ে থাকার জন্য একটা 

পোশাক এবং শীতের মধ্যে পড়ে থাকার জন্য একটা 

পোশাক কেনে । সবকিছু বারোটা কেনে না । বুঝলি ?

কুদ্দুস : হ্যা , বাবা । এখন তাড়াতাড়ি মার্কেটে যাও আর

 এগুলো সব কিনা কিনে আনো ।