Posts

কবিতা

আজও হয়ত

June 27, 2024

Sanzana Akter Mim

177
View

আজও হয়ত

~সানজানা আক্তার মিম
 

আজও স্মৃতির পাতায় অম্লান সেদিনের কবিতা,

তোমার ছন্দে পূর্ণতা পেতাম যেখানে ছিলাম নিছক শব্দিতা।

আজও মনে পড়ে প্রথম দেখার সেই মধুর দিন,

তোমার মায়ার বাঁধনে কেঁড়ে নিয়েছিলে আমার হৃদয়-ঝণ।
 

রোজ তোমার স্নিগ্ধ চোখে অপলক তাকিয়ে পেতাম যেন অপার্থিব সুখ,

কিন্তু বুঝতে পারিনি কখন সেই সুখ উড়িয়ে নিয়ে গেল ঝড়ের রুখ।
 

নিমেষেই বাষ্প হয়ে উড়ে গেল সব স্বপ্ন,

পূরণের আশায় রয়ে গেল সবটা, অপূর্ণতায় আচ্ছন্ন।

কত যন্ত্রণা, কত লাঞ্ছনা-বঞ্চনা দিয়েছিলে আমায়-

কেনই বা দিয়েছিলে, মনে পড়ে কি তোমার?
 

মনে আছে তোমার নামের অক্ষরে লিখেছিলাম কিছু চিঠি,

হয়তো ছুঁড়ে ফেলে দিয়েছো কোথাও, নীরবতায় কাগজ ভরা স্মৃতি!

জানো, তোমার রাগ-অভিমানকেও ভালোবেসেছিলাম, হারিয়ে ছিলাম তোমার মোহমায়ায়,

অনেক স্নেহ, অনেক ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে চেয়েছিলাম তোমায়।
 

অচিরেই সবটা ঠুনকো বলে তুমি বিদায় জানিয়েছিলে আমায়,

একলা ফেলে চলে গিয়েছিলে, রেখে গিয়েছিলে জীবনের কাঠগোড়ায়। 

আজও নিশীথ রাতে মনে পড়ে সেই বেদনাময় দিন,

আর চোখ ভিজে যায় ব্যাকুলতায়, হৃদয়ে বাজে ব্যথার বীন।
 

বালিশের তলায় লুকিয়ে ফেলি পরম যতনে, পাছে কেউ দেখে ফেলে,

আজও সেই তিক্ত কথাগুলো কানে বাজতেই চেপে ধরি বুকে।

আজও দেখা হয় আমাদের, কথাও হয় খানিকটা,

কিন্তু হারিয়ে ফেলেছি সেই পুরনো তোমায়, আর তুমি আমায়!
 

তবে দেখছি, ভালোই আছ তুমি, হাসি-ঠাট্টায় মেতে,

এভাবেই হাসিখুশি থেকো সারাটা জীবন, এটাই চাওয়া থেকে।
 

জানো তো-

আজও আবেগী হয়ে পড়ি তোমার মিষ্টি কথায়,

আজও খুঁজে এ মন তোমায়, কোনো এক অজানা ঠিকানায়।

আজও চাঁদের আলোয় বসে থাকি তোমার অপেক্ষায়,

হয়ত আজও এই স্মৃতিপট থেকে মুছে ফেলতে পারিনি তোমায়।
 

তুমি আসবে না- জানি, তোমায় পাব না- জানি,

কিন্তু জানিনা কেবল এটাই,

সবটা জেনেও কেন এ মন আজও তোমায় চায়, আজও কাঁদে,

সবটা জেনেও কেন এই ‘আমি’, আজও তোমায় ভালোবাসে!

Comments

    Please login to post comment. Login