জানালার কবাট,
পাশাপাশি তারপরও ঠিক পাশে না
জংধরা মরচে পরা কবজায় ক্যাঁচক্যাঁচ
আড়াল করে ভিন্ন জগত
উড়ন্ত পর্দার আবডালে
সফেন বিছানা, আলমিরা, দেয়াল
কৌতুহলি পরশীর চোখ, খেয়াল ।
জানালার কবাট,
কাছেই থাকে তারপরও ঠিক কাছের না
রংচটা আগল আর ছিটকিনি অসমান
আড়াল করে ভিন্ন জগত
সারি গরাদের আবডালে
বন্ধ ছাদপাখা , টেবিল , আলনা
ফি-রোজ জীবনের গল্প,ধারণা ।