Posts

কবিতা

জীবন

June 28, 2024

শারমিন সিমি

Original Author শারমিন সিমি

62
View

জানালার কবাট,

পাশাপাশি তারপরও ঠিক পাশে না

জংধরা মরচে পরা কবজায় ক্যাঁচক্যাঁচ

আড়াল করে ভিন্ন জগত

উড়ন্ত পর্দার আবডালে

সফেন বিছানা, আলমিরা, দেয়াল

কৌতুহলি পরশীর চোখ, খেয়াল ।

জানালার কবাট,

কাছেই থাকে তারপরও ঠিক কাছের না

রংচটা আগল আর ছিটকিনি অসমান

আড়াল করে ভিন্ন জগত

সারি গরাদের আবডালে

বন্ধ ছাদপাখা , টেবিল , আলনা

ফি-রোজ জীবনের গল্প,ধারণা ।

Comments

    Please login to post comment. Login