Posts

কবিতা

অথচ, তোমার থরথর কাঁপা বুকের তৃষ্ণা নিবারণ করার জন্য। (Premium)

June 28, 2024

জুনাঈদ তাজবীন

0
sold
-আমি মেঘ হয়েই উড়ে যেতে পারতাম তোমার ভাটি 
অঞ্চল পেরিয়ে দূরের কোনো উঁচু পাহাড় চূড়ায়। সাকা
হাফং, তাজিংডং, মোদক মুয়াল, দুমলং, জোগি হাফং,
কপিতাল কিংবা নাসাই হুং।

নেমে আসতে পারতাম অসংখ্য নদীর অববাহিকায়,
নাভীমূলে,
স্তনে
কিংবা নিতম্বে।

চিত্রা, ডাকাতিয়া, ধলেশ্বরী...

This is a premium post.

Comments

    Please login to post comment. Login