Posts

কবিতা

অভিশাপ

June 28, 2024

Anwar Sattar

58
View

আরাম লাগে হারাম খেতে, গোমর ফাঁসের আগে,
বিলাস-ব্যসন শুদ্ধ সবই, লজ্জা নাহি জাগে।
মাইনকা চিপায় পড়লে তখন, সবাই কামান দাগে,
গুড়-খাওয়া সব পিপীলিকা, হাওয়ার বেগে ভাগে।

কোন হাটে কার হাঁড়ি ভাঙ্গে, হদিশ নাহি মেলে,
কে বা কাহার বাপ বনে যায়, কে বা কাহার ছেলে?
চোরেরা সব সাধু সাজে, ভন্ডরা সব সরব,
খুলবে মুখোশ এমনি আরও, চলবে নাটক এসব।

কার যে কোথায় লুঙ্গি ওল্টায়, কেউ বা নাহি জানে,
খুললে লুঙ্গি চুপিচুপি, পালায় প্রাণে-মানে।
পরের বৌকে মৌ বানায় কেউ, কেউ ছেলে না চেনে,
চোরকে মাথায় তোলে সবাই, বুঝে-শুনে-জেনে।

পাছার কাপড় খোলার আগে, ওরা সবাই সাধু,
পড়লে ধরা তেতো তখন,  যাহা ছিল স্বাদু।
বাপ চেনে না ছেলেকে আজ, ছেলে না চেনে বাপ,
বেজন্মাদের করছে তাড়া,  চুরির পাপ-অভিশাপ।


২১ জুন ২০২৪

Comments

    Please login to post comment. Login