Posts

কবিতা

অমৃত স্বভাব

June 28, 2024

শরীফ এমদাদ হোসেন

168
View

কেউ আর জানুক বা না জানুক

যতই আগলে দাঁড়াই রাজপথ

স্মৃতির দেয়ালে লিখি পরাণ কথন

আমি কাঁদি, কাঁদে প্রেম

ক্লান্ত হয় শেফালি বকুল

লজ্জাবতীর মতো নুয়ে যাওয়া মনে

বাঁশি কী বাজে আর প্রফুল্ল সম্ভোধনে?

কেবল ছড়ায় বিষাদ

যতই উঠুক রাতে আহলাদী চাঁদ।

এ মনের ভেঙ্গেছে দুয়ার

হলুদ পোষাকের সেই দুরন্ত যৌবন

আসবে না আসবে না আর

হৃদয়ের প্রেম তবু নদীর মতো

অমৃত স্বভাবে কাটায় নগ্ন সময়।

Comments

    Please login to post comment. Login