Posts

নিউজ

কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ জিতলেন ভারতীয় লেখক সঞ্জনা ঠাকুর

June 28, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
319
View

চলতি বছরের কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ পেয়েছেন ভারতীয় লেখক সঞ্জনা ঠাকুর। ২৭ জুন লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

‘ঐশ্বরিয়া রাই’ নামের ছোট গল্পের জন্য ২৬ বছর বয়সী মুম্বাইয়ের এই লেখক কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ পান। মূলত বলিউডের বিখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে অবনী নামের একজন তরুণীর কল্পনাকে কেন্দ্র করে এই ছোট গল্পটি লিখেছেন তিনি। 

সাহিত্য পত্রিকা গ্রান্টা ২০২৪ সালের কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজের সমস্ত আঞ্চলিক বিজয়ীদের গল্প প্রকাশ করেছে। বিশ্বব্যাপী ৭ হাজার ৩৫৯ জনের বেশি লেখক এই প্রতিযোগিতার জন্য গল্প পাঠিয়েছিলেন। 

এদিকে সঞ্জনা ঠাকুর বলেছেন, ‘এই অবিশ্বাস্য পুরস্কারটি পেয়ে আমি কতটা সম্মানিত তা প্রকাশ করতে পারব না। আমি আশা করি আমি এমন গল্প লিখতে থাকব যা লোকেরা পড়তে চায়।'  

তিনি আরও বলেছেন, ‘আমার এই অদ্ভুত গল্পটি  মা এবং মেয়েকে নিয়ে, শরীর ও সৌন্দর্যের মান এবং বোম্বে স্ট্রিট ফুড নিয়ে। এটির এমন একটি বিশ্বব্যাপী দর্শক খুঁজে পাওয়া রোমাঞ্চকর।' 

পুরস্কার হিসেবে তিনি ৫ হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন। 

সূত্র: দ্য প্রিন্ট 

Comments

    Please login to post comment. Login