Posts

পোস্ট

গোঁড়ামির দাহন

April 23, 2024

আদীব আল-ফাতেহ

Original Author আদীব আল-ফাতেহ

205
View
তারপর আমি আর জেগে নেই দিব্য সভ্যতায় 
জগতের চোখে সাঁতরিয়ে আর আলো দেখিনা
বিলম্বিত প্রহরে আমি দগ্ধ, ঝলসিত বলিদান
অন্ধত্বের স্বরূপে আবির্ভূত হই বিশ্বাসের কুটিরে

চিত্তাবয়বের উড়িয়ায় গোঁড়ামির বন্ধ্যা অনল
তারপর শোচনীয় কর্মদাহ অসুরের সুর তীর্থে
তাজা প্রাণের নিস্তেজ শ্বাস প্রতিবাদী অহমে
দেখতে দেখতে মানুষ নেই আমি রক্তে মাংসে

এখন শ্মশানের কাঠগড়ায় মর্মন্তুদ বিশ্বাস 
স্বাদ নেই মানবিকতার বিশুদ্ধ পানশালায়
মানব খোলসে পাশবিক চাতুর্য বেড়ে উঠছে
দ্বান্দ্বিক ন্যায়ে বিশ্বাস ভয়দ বিশ্বাসীর হাতে

সত্য জিব স্ব-অঙ্কুরেই হেমলক সাধন করেছে
মিথ্যা এখন পুজ্য অমানবিক সাধক রতিতে

©আদীব আল-ফাতেহ 
২১শে এপ্রিল, ২০২৪
চট্টগ্রাম।

Comments

    Please login to post comment. Login