প্রেম
এস. এ
আমি কোন রূপে দেখিব তোমায় ?
সকল রূপেই তুমি বিরাজমান !
নেই কোথাও,তুমি ভিন্ন কারো অবস্থান।
আমার মাঝে তোমারী বাস , ভিন্ন রূপেও পাই !
তোমার প্রেম আমি অন্ধ,বিচ্ছেদে পুড়ে যাই।
কস্তূরীর ন্যায় সুবাস ছড়িয়ে যাও এই মনে,
নয়ন তোমারে খুঁজে বেড়ায় আনমনে!
আমি অধম, তোমার প্রেমাগ্নিতে ভস্ম হয়ে যাই।
তোমার দিদার আমি কোথায় পাই ?
এক আসরার ভালোবাসা তুমি মোরে দাও,
আমি তোমার প্রেমে ফানা হতে চাই!!
আসরার=ঈশ্বরের রহস্যাবৃত তত্ত্ব
ফানা= অস্তিত্বর সাথে মিশে একাকার হয়ে যাওয়া বা ঈশ্বরের মাঝ হারিয়ে যাওয়া