পোস্টস

কবিতা

প্রেম ও অভিমান

২৯ জুন ২০২৪

Shamsul Alam

প্রেম ও অভিমান
এস.এ

ভালোবাসি বলো ,
ক‌ই একটি বার‌ও জানতে চাওনি আমি কেমন আছি ‌!
ক‌ই বলতে শুনেনি , দেখতে ইচ্ছে করছে তোমায়!
আমার থেকে দূরে আছো বলেই কি ,দূরত্ব আজ 
এতো প্রিয় তোমার ?

আমায় ভেবে তোমার মনের চিৎকার তো শুনি নি ?
বার্তা আসেনি , হয়তো ভুলে গেছো প্রকৃতির মাঝে-
হারিয়ে, একটু ও ছাড়ো নি সুখের ছোঁয়া,
নিয়মের জালে বেঁধে আর কত রং এ প্রেম শেখাবে ?আমার ইচ্ছে গুলো কে মাটি করে , কতটা ভালোবাসো তুমি বুঝালে।

আমিও তো বুঝি অনেক কিছু, তবু থেকে যাই অবুঝ !প্রেম সেতো বড়ই অভিমানী, প্রেম ছাড়তে জানে ?
প্রেম সেতো আদোর, শাসন,বারোন, ভালোবাসতে
জানে ! 
সব‌ ই কি তুমি হারাচ্ছ, কি জানি ক্ষণে ক্ষণে!?
হয়তো অনেকের ভীড়ে এ প্রেম তুচ্ছ তোমার কাছে।
হায় যদি বুঝতে প্রেম আর ভালোবাসায় যোজন - যোজন  ফারাক আছে !