Posts

কবিতা

প্রকৃতি ও তোমারি প্রেম

June 29, 2024

Shamsul Alam

প্রকৃতি ও তোমারি প্রেম
এস.এ


তুমি কি যাবে মোর সাথে, সবুজ পাহাড়ে ?
দেখবে সেথায় শিশির ভেজা কুড়ি, ভালোবাসার উষ্ণতার আশে তোমারি প্রতিক্ষা করে!
যাবে কি সেই পাথরের দেশে ? 
পাথর সেও কান্না করে বুঝবে সেথায় গেলে, 
সে কান্না বয়ে চলে, তোমার এই প্রেমে নদী হয়ে!
সেথায় দাঁড়িয়ে চাঁদনী রাতের খেলা দেখবে কি?
ঐ চাঁদ পথের বাঁকে বাঁকে চুম্বন দেয় ঐ পাহাড়ে তোমারি প্রেমে। যাবে কি পাহাড়ি নদীর কূলে?
স্বচ্ছ জলে দেখবে আমার প্রেমের নূড়ি পাথর না না রং এ সেজেছে তোমায় আনন্দ দিতে।
নদী,পাথর,পাহাড় দেখতে দেখতে ক্লান্ত হলে,চলো ঐ ঝর্নার ধারে, পাহাড়ের বুক চিরে ঝরে যায় তোমার এই প্রেমে। 
সে ডাকে,কান পেতে শুন, হৃদয়ে -আমায় পাবে সকল প্রেমের মাঝে, প্রকৃতি আমার হয়ে আজ তোমায় ভালোবাসে!
তুমিও ভালোবেসে একটি চা ফুল গুঁজে নিও তোমার খোঁপাতে।
সাথেরব গহীন বনের মাঝে পাশাপাশি শহুরে ট্রেন লাইনের মতো করে, চা এর সাত রং এ।
সন্ধ্যা পরে পাবে মোরে গভীর অন্ধকারে ঐ লেবু বাগানে লেবু ফুলের সুবাসে! 
পাবে তুমি হাওরের জলে,পাবে তার ধান ক্ষেতে দোল দেয়া ঐ বায়ুতে!
আমারি ভালোবাসার আবেশে জড়াবে পাহাড়ী পথের বাঁকে বাঁকে!
বলো কত দূর যাবে তুমি আমায় ছেড়ে ?
বারে বারে আসবে ফিরে এ হৃদয়ে।
নীল আকাশের মেঘ হয়ে বৃষ্টি ঝরাতে
আমার এই বুকেতে।
মোহনা ♾️❣️♾️
 

Comments

    Please login to post comment. Login