রেজিস্ট্রি !
লিংকন
১৯/০৫/২০২৪
ইচ্ছে করছে,
আমার সব ক'টা দিন -
তোমায় লিখে দেই!
রেজিস্ট্রি করে দেই আমার -
আমিত্বকে!
আমার নবযৌবনের -
সমস্ত স্বপ্নগুলো তুলে দেই তোমার হাতে!
তুমি নিজের মতো সাজিয়ে নিও আমায়!
যেমন করে প্রকৃতি সাজে-
রকমারি রঙের বাহারে!
সাজে রাজহংস - রাজ হংসিরা!
কপোত কপোতিরা!
তেমনি করে সাজিয়ে নিও আমায়!
ইচ্ছে করে হারিয়ে যাই-
তোমার গভীর চোখে!
হারিয়ে যাই তোমার হৃদয়ের -
লাল- নীল প্রকোষ্ঠে!
সেথায় ডুব দিয়ে তুলে আনি-
আমার সমস্ত ভালোবাসা!
ইচ্ছে করে আমার আমিত্বকে
রেজিস্ট্রি করে দেই তোমার নামে!
আমার একখন্ড বুকে তুমি করো,
তোমার মতো করে,
অনাগত সুখের চাষ!
This is a premium post.