প্রগাঢ় অন্ধকারে আচ্ছন্ন ছায়া সমাজ
ছায়া সরে যায় আলোর পথ ধরে।
টুকটাক চুপচাপ প্রতীক্ষায় শুয়োরেরা
লোভে পড়ে লুটে খাচ্ছে, লুফে নিচ্ছে..
বাগানবাড়িতে মজমা,
নার্সারিতে রক্তের হোলি উৎসব
বিধিবাম বিধবামুখী শিশুর শৈশব।
এলেবেলে ভাঙা স্বরে উড়ন্ত চিৎকারে
স্পিকার ভেঙে পড়েছে কুকুরের চিয়ার্সে
দন্তস্য দন্তক্ষয়ে ঝুলে আছে চাদরে।