তোমারে দেখতে চাওয়াই হইছিলো কাল,
না দেখার দেখা হইতেছে_
না ছাড়তেছে তোমারে দেখতে চাওয়ার ঘোর।
দেখতে চাওয়ার খায়েশের সাথে পাল্লা দিয়ে বাড়তেছে
দেখা পাওয়া গেলে কি হইবে তার অহেতুক স্বপ্ন স্বপ্ন খেলা।
তবু তোমার দেখা পাওয়া যাইতেছেনা,
শুধু একটা নেশার মত ছড়াইতেছে সারা শরীর জুড়ে
অসুখের মত একটা জট বাঁধাইয়া ক্যান্সারের মত ছড়াইতেছে
মনে-মগজে, চেতনে-অবচেতনে।
দিনের পর দিন, মাসের পর মাস, একটা বর্ষা থেকে আরেকটা_,
আকাশের আলো আঁধারির মত উত্থান পতনে
জীবনের যে ক্ষয় বেলা ফুরাবার সন্ধ্যে প্রদীপ জ্বালায়ে দেয়,
যে অতিবাহিত আষাঢ়ে রাতের শীতল ঝুম বৃষ্টি; নির্ঘুম রাতে
ফাঁসির দন্ডপ্রাপ্ত কয়েদির মত শেষ ইচ্ছায় শুধু তোমারেই চায়,
সে ক্ষণিকের জীবন নিয়ে আমার ভীষণ খেদ।
একটা ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র সীমিত কটা রাতে
জগতের কোলাহলে বুঁদ হয়ে থাকার অবসরে
তোমার মদিরাক্ষীর মাদকতায় ডুবে থাকার কালে
আমার বুঁদ হয়ে থাকা লাগে তোমার অপেক্ষায়।
এইসব মধ্যরাত্তিরে নিকোটিনের ফ্যাসফ্যাসা গন্ধে মুখটা যেমন ভরে আসে
তেমনি মস্তিস্কের যেইখানে ভাবনার নিউরন সেল; সেইখানেই থাকো তুমি।
শুধু তোমার দেখা পাওয়া যায়না,
আক্ষেপের খেদে নিজেরে জ্বালায়া অপেক্ষায় থাকি তবু;
আমি পুড়ে যাই, ভস্ম হই, ছাঁই হই_ক্ষতি কি?