পোস্টস

কবিতা

স্ববিরোধীতা

২৯ জুন ২০২৪

Raiyan Ahmed Sajib


ভালো না লাগার সময়ে
নানান ভাবনা আসে—
আমার সত্ত্বা আমাকে প্রশ্ন করে-
এভাবেই কী চলবে জীবন?
জানো?কী করে নিজেকে খোঁড়া বানিয়ে ফেলতে হয়?
এখন উন্নতি আমাকে আর টানেনা।
আমাকে ক্ষমা করবে না আমার সত্ত্বা,
দোষারোপ করে যাবে জীবন ভর।
উল্টেপাল্টে খাবি খাবে জীবন,
স্বত্ত্বা দোষারোপ করবে দ্বিগুণ।

ঝড়ো হাওয়ায় এগারো তলার উপরে 
পৃথিবীর উপগ্রহের-উজ্জ্বলতা দেখি,
ইচ্ছে করে আলোতে গলে গলে যাই।
পৃথিবীর বুকে একটাই উপগ্রহ,
আমার জন্য কেউ জেগে নেই এখন।
সত্ত্বার দোষারোপে সত্যতা খুঁজে পাই-
ঘৃণা হয়,অভিমান হয়!
ঘৃণা,অভিমান আষ্টেপৃষ্টে ধরে
ইচ্ছে করে মরে যাই—
ইচ্ছে করে মরে যাই…।