প্রিয়ন্তী,
এই তো! মাত্র কিছু আগে তোমার চিঠিখানা পেলাম। অবশ্য একটু অবাক হয়েছি, এই ডিজিটাল যুগে হাতে লেখা চিঠি! অবাক হওয়ারই কথা তাই না! ডাকপিয়ন খুব যত্ন করে, সরকারি চিঠির মাঝখান থেকে বের করে দিলো।
অনেক অভিযোগ তোমার, সামান্য খোঁজটুকুও নেই না এখন! কেমন আছো? কি করছো ইত্যাদি ইত্যাদি,,
তুমিতো জানই হাতের লেখা খুব খারাপ বলে বেশি একটা লেখা হতো না তোমায়! তাছাড়া এখন মোবাইল ফোনের কিবোর্ডে লিখতে লিখতে কলম ধরাটা অসহ্য মনে হয়,,,, তাছাড়া অলসতা বলো আর অনিহা বলো সবসময় কালোচাদরের মতো ঘিরে থাকে আমায়,