স্টেশন!
লিংকন
০১/১১/২০২২
ক্ষণিক সময়!
ব্যস্ত জীবন!
চলে যাবো-
এক স্টেশন থেকে আর এক স্টেশন,
রেখে যাবো কিছু স্মৃতি,
কিছু কথা!
কিছু অতিত!
অসীম শুন্যে হারিয়ে যাবে কিছু সময়!
জীবনের তাগিদে ছুটে চলা,
অবিরাম ছুটে চলা!
নেই কোন অবসর!
ক্লান্তিতে ভর দিয়ে চলে,
অজানা গন্তব্যপথে পাড়ি!
একদিন গন্তব্য শেষ হবে!
থেমে যাবে জীবনের চাকা!
দিগন্তরেখায় হারিয়ে যাবে
দিনের শেষ সূর্যটা!
আবার নতুন স্টেশনে!
জীবনের নিয়মে জীবন কেটে যাবে।
This is a premium post.