Posts

পোস্ট

একফোঁটা চোখের জল চাই

April 24, 2024

মুহিব হাসান মাহি

Original Author মুহিব হাসান মাহি

232
View
দাহকাল আমাকে দহনে পোড়ায়। 
আমি চৈত্রের পত্র হয়ে ঝুলে থাকি প্রাচীন কোনো বৃক্ষের ডালে, 
এ আমার জীবনামৃত জীবন ! 
কেবলই বাতাসে উড়ে যাওয়ার জন্য অপেক্ষা,
নয়তো ভূপাতিত হয়ে জীবাশ্মজ্বালানী হওয়া ! 
কিন্তুু তাতো আমি চাইনা।
আমি একফোটা চোখের জল চাই, 
যার স্পর্শে জেগে উঠবো আবার। 
আমি একটু প্রেম চাই,
যার ছোঁয়ায় শরীরে লাগবে আবার
জীবনের রং !

Comments

    Please login to post comment. Login