Posts

প্রবন্ধ

দুর্নীতি কই রে? (Premium)

June 30, 2024

কাওসার জামান

0
sold
বস্তত এদেশের মিডিয়া নিজেই দুর্নীতিগ্রস্থ। মিডিয়া হাউসগুলোর বেশিরভাগটার মালিকানাই কালোটাকার মালিকদের হাতে। যে কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতির কথা জানিয়েছে সেটা ভুলেও তার মালিক বসুন্ধরা গ্রুপের কোনো দুর্নীতি বা অপকর্মের খবর প্রকাশ করবে না।

অধিকাংশ সাংবাদিক ক্ষমতাবানদের সেবা করে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের ব্যক্তিগত স্বার্থোদ্ধার করে সাংবাদিকতাকে প্লাটফর্ম বানিয়ে, অংশ নেয় দলবাজিতে। সাংবাদিকতার নৈতিক ভিত্তি, দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক জ্ঞান এদের মাঝে কমই থাকে।

ব্যবসা টিকিয়ে রাখতে এরা মেতে উঠে ভাইরাল হওয়া টপিক নিয়ে। তখন এদের সুবাদে মতিউরের বাড়ির রঙ কী তাও জানা যায়। অথচ বছরের পর বছর ধরে মতিউর যখন রাষ্ট্রের হাজার কোটি টাকা মেরে খেয়ে প্রকাশ্যে বাড়ি-গাড়ি করেছে, ব্যবসা করেছে তখন এরা সেসব জানতেই পারেনি।

মতিউরেরা ছিলো এবং আছে। সাংবাদিকেরা কি এদের সবার আসল চেহারা মানুষকে দেখাবে? তারা কি নতুন হওয়া বিভিন্ন রিসোর্টগুলোতে গিয়ে খোঁজ নেবে এগুলোর মালিকানা কাদের? মোটেই না। মতিউরদের দেওয়া হালুয়া-রুটির ভাগ যে অনেকেই পায়। ভাইরাল হয়েছে বলেই না মতিউরকে বলি দিচ্ছে এরা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login