Posts

নিউজ

জে.কে. রাউলিং এর জীবনী প্রকাশিত হবে আগামি বছর

June 30, 2024

নিউজ ফ্যাক্টরি

149
View

হ্যারি পটারের লেখক জে. কে. রাউলিং এর একটি জীবনী আগামি বছর প্রকাশিত হবে। বইটি প্রকাশ করবে মার্কিন প্রকাশনা সংস্থা স্কাইহর্স। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কাইহর্স এই বইটিকে রাউলিং সম্পর্কে প্রথম সম্পূর্ণ জীবনীগ্রন্থ বলে উল্লেখ করেছে।

‘অ্যা পেন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড: দ্য লাইফ অব জে. কে. রাউলিং’ নামের এই বইটি লিখছেন সলোমন স্মিট। এই বইতে রাউলিংয়ের শৈশব থেকে শুরু করে কর্মজীবনের গল্প বলা হবে।

শিশুদের ফ্যান্টাসি উপন্যাস হ্যারি পটার সিরিজের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক খ্যাতি পেয়েছেন জে.কে. রাউলিং। এটি বিশ্বব্যাপী লাখ লাখ কপি বিক্রি হয়েছে। বইটি নিয়ে হলিউডে একাধিক ব্লকবাস্টার সিনেমাও তৈরি হয়েছে।

উল্লেখ্য, অ্যা পেন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড: দ্য লাইফ অব জে. কে. রাউলিং জীবনীগ্রন্থটি ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login