পোস্টস

বাংলা সাহিত্য

তবু আমারে দেবো না ভুলিতে (প্রিমিয়াম)

১ জুলাই ২০২৪

ফারদিন ফেরদৌস

এইসময় যদি কোন বাবা তার সন্তানের নাম কৃষ্ণ মুহাম্মদ রাখতেন, তাহলে তার পরিণতি কী হতে পারে ভাবতেও গা শিউরে ওঠে। অথচ অসামান্য অসাম্প্রদায়িক নজরুল আজ থেকে প্রায় একশো বছর আগেই এই সাহস দেখিয়েছিলেন, ধর্মের নামে কুসংস্কার ও অন্ধত্বের বিভেদ দূর করতে অসাম্প্রদায়িকতার জয়গান গেয়ে গেছেন যতক্ষণ পেরেছেন!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।