ইলিয়াড মহাকাব্যের হেলেন, মহাভারতের কুন্তী, বের্টল্ট ব্রেখটের মাদার কারেজ, বিভূতিভূষণ বন্দ্যোটাধ্যায়ের পথের পাঁচালির সর্বজয়া, একাত্তরের দিনগুলোর জাহানারা ইমাম, রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা' উপন্যাসের আনন্দময়ী, মাণিক বন্দোপাধ্যায় কিংবা শওকত ওসমানের 'জননী', হুমায়ূন আহমেদের 'জোৎস্না ও জননীর গল্পে'র মায়েরা আমাদেরকে মাতৃপ্রেম ও মহত্তম জীবনবোধে উদ্দীপ্ত করে।
This is a premium post.