চৈতায় শুকিয়ে নুইয়ে পড়েছে প্রিয় ফুলগাছ
বৃষ্টি নাই, খরায় গাছটি চেয়ে আছে আমার দিকে
খুব সুকৌশলে ডাকছে, কাছে বসিয়ে গল্প শোনাবে
বসন্তের।
ও জানে আমি ওঁকে কতো ভালোবাসি
দহন যন্ত্রণা হলেও সুযোগ বুঝে ঠিকই জল দেব
সজীবতা আনতে সাহায্য করবো
কিন্তু আজ ছত্রিশ হলো কাছে যাই না
জল দিই না।
খুব সম্ভবত অভিমান জমেছে
অধিকার আদায়ে ধর্মঘট দিয়েছে একশো চুয়াল্লিশ ধারা
আমার প্রিয় ফুলের নাম, জবা
যেনতেন জবা না, সাদা-কালোও না
রক্তজবা।
বৃষ্টি নাই, খরায় গাছটি চেয়ে আছে আমার দিকে
খুব সুকৌশলে ডাকছে, কাছে বসিয়ে গল্প শোনাবে
বসন্তের।
ও জানে আমি ওঁকে কতো ভালোবাসি
দহন যন্ত্রণা হলেও সুযোগ বুঝে ঠিকই জল দেব
সজীবতা আনতে সাহায্য করবো
কিন্তু আজ ছত্রিশ হলো কাছে যাই না
জল দিই না।
খুব সম্ভবত অভিমান জমেছে
অধিকার আদায়ে ধর্মঘট দিয়েছে একশো চুয়াল্লিশ ধারা
আমার প্রিয় ফুলের নাম, জবা
যেনতেন জবা না, সাদা-কালোও না
রক্তজবা।