পোস্টস

পোস্ট

ব্যতিক্রম এক জনপ্রতিনিধি : মানুষের জন্য যার দিনরাত্রি

১ জুলাই ২০২৪

ইফতিয়াজ নুর

দেশের জনপ্রতিনিধিত্বকারী পদগুলোর মধ্যে ক্রমবিন্যাস করলে ইউপি সদস্য পদটি সবারের নিচের সারিতে থাকলেও একবারে তৃণমূল পর্যায়ে হওয়ায় এটির গুরুত্ব কিন্তু একেবারেই কম নয়।

সেই গুরুত্বের যথার্থতা জানান দিয়ে একজন ইউপি সদস্য কর্মগুণে নিজেকে পরিণত করেছেন উদাহরণ হিসেবে।

 

ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, তরুণ বয়সে ২০২০ সালে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়ে টানা ৪ বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

 

শিক্ষিত এই যুবক অমায়িক স্বভাবের জন্য এলাকায় বেশ জনপ্রিয়, যার মানবিক স্বভাব এই জনপ্রিয়তাকে বিস্তৃত করেছে ৯ নং ওয়ার্ডের ছোট সীমানা ছাড়িয়ে সীমান্ত জনপদ উখিয়া উপজেলায়। এক কথায় বলা যায় কক্সবাজার জেলাতেও তিনি ব্যাপক পরিচিত।

 

হেলাল দিন শুরু করেন মানুষের কথা শুনে, চেষ্টা করেন সহযোগিতার হাত বাড়াতে। তার রাতও শেষ হয় মানুষকে সেবা দিয়ে।

 

জিপিএ ফাইভ পাওয়া অসচ্ছল হুমায়ইরা থেকে শুরু করে কিডনির জটিলতায় জীবন হারানো আরমান এদের প্রতিটি গল্প বিশ্লেষণ করলে পাশে দাড়ানো মানবিক মানুষ হিসেবে আপনি অবশ্যই একটি চরিত্রের দেখা পাবেন আর সেটি হলো হেলাল।

 

দীর্ঘ গল্প লিখলেও ক্লান্তি আসবে না আঙ্গুলে মানুষটি এমনিই, জুলাই এর ১ম দিনে বৃষ্টিস্নাত দিনে যার পৃথিবীতে আগমন।

 

জন্মদিনের এমন মাহেন্দ্রক্ষণে অফুরন্ত শুভাশিস তিনি পেতেই পারেন- শুভ জন্মদিন জনতার “হেলাল মেম্বার”।