আমি কবিতা হতে চাই
মারজিয়া তাবাসসুম
মাঝেমধ্যে ইচ্ছেকরে পৃথিবীর সমস্ত ক্ষমতার দ্বন্ধ- বানচাল করে দেই,
বুনি প্রেমের কবিতার বীজ।
যে বীজ হতে চারাগাছ হয়ে আজন্ম লালিত করবে আমাদের।
ইচ্ছেকরে নিষিদ্ধ করে দেই যাবতীয় অন্যায় আবদার,
-কার্পণ্যতার অঙ্গচ্ছেদন করে ক্ষান্ত হই।
দিকে দিকে ছাড়িয়ে দেই কবিতার বিপ্লবী ইশতেহার,
যে কবিতার জন্ম নিলে মায়ের মুখে হাসি ফুটে;
যে কবিতার জন্ম নিলে দুঃখি বোনের দুঃখ লাঘব হয়,
যে কবিতার জন্ম নিলে বাবার ঘামের দাম পায় বিনাদ্বিধায়।
আমি সে অনিবার্য পরিণতি কবিতার কথা বলছি
পৃথিবীর বুকে এমন হাজারো কবিতার জন্ম নিলে-
আনন্দ হবে আনত,দুঃখরা হবে সফলতা।
কবিদের কবিতার আসরের মূল্য হবে আকাশচুম্বি,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই কবিতা হতে চাইবে-
একেকটি জীবন্ত কবিতা।
আমিও কি ইহাদের ভীড়ে জ্বলজ্বলে কবিতা হতে পারব?
তীব্র না পাওয়ার আক্ষেপের জোরে।
যে কবির মৃত্যু হলে কবিতারা হবে জীবন্ত তলোয়ার,
দিকে দিকে জানবে সবাই কবির মৃত্যু হয়নি -
প্রস্থান হয়েছে কিঞ্চিৎ, অত:পর তার উত্থান ঘটবে মহাকবি রূপে।
আমি কবিতার বীজ বপন করতে চাই-
ক্ষনিকের সুখের উল্লাস ভেঙ্গে।
কারন আমি কবিতা হয়েই বাঁচতে চাই এই বসুধায়।