স্বাধীনতা তুমি,
সদ্য জন্মানো শিশুর বাধহারানো চিৎকার;
হায়নার প্রতি তীব্র ঘৃণা আর ধিক্কার।
স্বাধীনতা তুমি,
বাধনহারা দামাল ছেলের দল;
খরস্রোতা নদীর বয়ে চলা বহমান নোনা জল।
স্বাধীনতা তুমি,
লক্ষ বোনের সম্ভ্রম হারানোর আরেক নাম;
মাথা নিচু করেনি তারা দিয়ে গেছে জীবনের দাম।
স্বাধীনতা তুমি,
ছেলেহারা মায়ের আর্তনাদ ;
জীবনের মায়ায় কাঁপছে ওই ঠোটো জগ্ননাথ।
স্বাধীনতা তুমি,
সৃষ্টি সুখের উল্লাস ;
অন্ধের নড়িতে বৃদ্ধার ছিলো অগাধ বিশ্বাস।
স্বাধীনতা তুমি,
শেখ মুজিবুরের ৭-ই মার্চের ভাষণ;
মুক্তিসেনারা বিজয় এনেছে ভেঙ্গেছে মেকি শোষণ।
স্বাধীনতা তুমি,
কৃষকের মুখে বিষ্ময়কর হাসি;
বাজখাঁই গলায় হাসে ওই উত্তাল কৃতদাসী।
স্বাধীনতা তুমি,
বিজয়েরি গাথা গান;
বঙ্গমাতার সন্তান জীবন দিয়ে করেছে অম্লান।