Posts

পোস্ট

কিছু না হয় আমার আমিকে দিলাম,,,

July 1, 2024

প্রিয়াংকা প্রিয়া

77
View

আমার সারাটাদিন মেঘলা আকাশ বৃষ্টি.......


নাহ্ বৃষ্টি টুকু না হয় আমায় উপহার দিলাম। এই জলজ্যান্ত আমির অতিরঞ্জিত আবেগকে হঠাৎ নাড়া দিয়ে যাওয়া এই বৃষ্টি অন্য কাউকে দেওয়া যাবে না। এই বৃষ্টি যাকে ঘিরে এতো আবেগ, এতো স্মৃতি।  এই বৃষ্টি যা মনে ক্লান্তিই দূর করে না বরং চোখের নোনাজলকেও লুকায়।
বৃষ্টি যাকে এতো ভালোবাসি তা ভালোবাসার মানুষকেও দিতে চাই না, এ এক অকপট সত্য। 
বৃষ্টি, আমি আর এক কাপ চা।।

শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাদিন মেঘলা আকাশ বৃষ্টি আমাকে দিলাম....

Comments

    Please login to post comment. Login