Posts

কবিতা

আপোষ

July 1, 2024

জাকারিয়া সিজিয়াম

67
View

না হয় একটু গাধা ছিলাম একটুখানি বোকা
হিসেব নিকেষ শিকেয় তুলে শুধুই বাঁচতে শেখা।
একটুখানি তৃপ্তসুখে আর একটু আপনভোলা
তবু বোধহয় ভালোই ছিলাম পথ না বুঝেই চলা;

আজকাল আমি বলদ বনে হিসেব কসছি কড়া
সেদিন থেকেই মৃত্যু, 
সেইযে কবে যে দিন থেকে শিখছি আপোষ করা।

আপোষ করে কর্ম করি আপোষ করে প্রেম
শেয়াল শিক্ষার মোসাহেবী,
আপোষ এখন নিত্যদিনের চর্চানীতির গেম।

Comments

    Please login to post comment. Login