পোস্টস

কবিতা

আপোষ

১ জুলাই ২০২৪

জাকারিয়া সিজিয়াম

না হয় একটু গাধা ছিলাম একটুখানি বোকা
হিসেব নিকেষ শিকেয় তুলে শুধুই বাঁচতে শেখা।
একটুখানি তৃপ্তসুখে আর একটু আপনভোলা
তবু বোধহয় ভালোই ছিলাম পথ না বুঝেই চলা;

আজকাল আমি বলদ বনে হিসেব কসছি কড়া
সেদিন থেকেই মৃত্যু, 
সেইযে কবে যে দিন থেকে শিখছি আপোষ করা।

আপোষ করে কর্ম করি আপোষ করে প্রেম
শেয়াল শিক্ষার মোসাহেবী,
আপোষ এখন নিত্যদিনের চর্চানীতির গেম।