Posts

পোস্ট

জনবান্ধব প্রকৌশলীর শৈলীতে সীমান্তের উখিয়ায় নগরায়নের ছোঁয়া

July 2, 2024

ইফতিয়াজ নুর

77
View

সীমান্ত উপজেলা উখিয়ার গ্রামীণ জনপদে সময়ের সাথে লেগেছে নগরায়নের ছোঁয়া, ঘটেছে আমুল পরিবর্তন।

উখিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রোকনুজ্জামান খান ( ছবি: ফেসবুক) 

এক্ষেত্রে সুফল এনেছে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উখিয়ার বাস্তবায়িত এবং চলমান প্রকল্পগুলো।

রোহিঙ্গা মানবিক কর্মসূচি সহ প্রশাসনিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উখিয়া নিয়ে বর্তমান সরকারের সুনজর যেনো দৃশ্যায়িত হয়েছে এলজিইডির কর্মযজ্ঞে।

২০১৭ পরবর্তী সময়ে মূলত এই চিত্রপট রচিত হয়, যদিও ২০২২ এর দিকে যেখানে কালো ছায়ার আস্ফালন দেখা দেয়।

ঐ বছরই উপজেলার এলজিইডির প্রধান চেয়ারে আসে পরিবর্তন, ৭ মার্চ দায়িত্ব নেন প্রাক্তন এক বুয়েটিয়ান।

বির্তকের অবসান ঘটানোর শপথ নিয়েই হয়তো উপজেলা প্রকৌশলী হিসেবে নিজের আর্বিভাব ঘটান ইউনিভার্সিটি অব লিডস থেকে স্নাতকোত্তর করা বগুড়ার সন্তান মোহাম্মদ রোকনুজ্জামান খান।

২ বছর তিন মাস ধরে বর্তমানে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, বলা চলে এই সময় অনেকটাই বিচ্যুতির বৃত্ত থেকে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠান।

কর্মের মূল্যায়ন যদি আপনি করতে যান দেখবেন, কর্তব্যে অনড় এই জনবান্ধব প্রকৌশলী নিজ শৈলীতে বির্বতন করেছেন অনেক ভালো উদাহরণ এবং পেয়েছে প্রচলিত নেতিবাচকতার হ্রাস।

যদি ইতিবাচক কেউ কর্মগুণে আলো ছড়ান আপন মহিমায়, দৃঢ় চিত্তে তখন তাঁর জন্য লিখতেই হয়- এ ধারা অব্যাহত থাকুক জনপদ এবং জনগণের জন্য।

Comments

    Please login to post comment. Login