Posts

পোস্ট

দিয়োগো পর্তুগালের দেয়াল! পেনাল্টি মিসের ক্ষত নিয়ে কোয়ার্টারে রোনালদো (Premium)

July 2, 2024

ইফতিয়াজ নুর

0
sold
ইউরো ২০২৪, সময়ের সাথে হয়ে উঠছে রোমাঞ্চকর। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিস নতুন কিছু নয়, তবে রাউন্ড অব সিক্সটিনে এসে স্লোভেনিয়ার জালে নিশ্চিত বল না জড়ানোর আক্ষেপ হয়তো এঁকেছে এই ফুটবল কিংবদন্তির হৃদয়ে ক্ষত।



দর্শক গ্যালারিতে থাকা মায়ের সাথে কাঁদলেন তিনিও, যে অশ্রু জুড়ে যেনো ছিলো আতংকের ছায়া- যদি ঘটে বিদায়!

না, গোলকিপার দিয়াগো দাঁড়ালেন দেয়াল হয়ে। ১২০ মিনিট ধরে চলা খেলা ট্রাইবেকারে গড়ানোর পর সেভ করার হ্যাট্রিক করে দলকে তিনি কোয়ার্টার ফাইনালে, হলো দুর্দান্ত স্লোভেনিয়ার স্বপ্ন ভঙ্গ। রোনালদো শেষ বাঁশির পরেও ঝরালেন অশ্রু, জাতীয় দলের জার্সিতে হয়তো আজই যেনো তিনি দেখে বসছিলেন ক্যারিয়ারের শেষ।

এভাবে শেষ তাকে মানায় না, কারণ তার যুগে তিনি হয়েছেন অন্যতম নেতা এবং ফুটবলের মনে রাখার মতো চিরঞ্জীব আকর্ষণ।



আর মাত্র তিনটা ম্যাচ জয়ী হয়ে শেষ করলেই দ্বিতীয়বারের মতো তিনি স্পর্শ করতে পারবেন ইউরোর চ্যাম্পিয়ন ট্রফিটা, তিনি ও তার ভক্তরা চাইবেন শেষ এভাবেই সুন্দর হোক এবং থাকুক তাতে অনাবিল আনন্দ অশ্রু।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login