Posts

পোস্ট

কোথায় মানবতা, কোথায় মনুষত্ব?

July 2, 2024

Madhab Debnath

আপনার বিবেককে সুস্থ ও জাগ্রত রাখুন:

★ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোন ধরনের খেলা খেলতে পারি, কিন্তু এসি ছাড়া প্রার্থনা করতে পারি না!

★  রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে ১০০ টাকা বকশিস দিতে পারি,

কিন্তু রেস্টুরেন্টের সামনে রৌদ্রে দাড়িয়ে থাকা ভিক্ষুকটিকে ১০ টাকা দিতে পারি না!

★ বাড়ির দারোয়ানকে ১০ হাজার টাকা বেতন দিতে পারি, কিন্তু প্রার্থনাকারী কোন ব্যক্তিকে ১০০ টাকা দিতে পারি না!

★ঈদের শপিং এ নিজের বাচ্চার জন্য ১০ হাজার টাকা বাজেট রাখতে পারি, কিন্তু বাড়িতে কাজের মেয়েটির জন্য ১ হাজার টাকা বাজেট রাখতে পারি না!

★ শপিং মলে মান সম্মানের ভয়ে দরাদরি না করে ১ হাজার টাকার জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি, কিন্তু তরকারি বাজারে ৩০ টাকার টমেটো ৩২ টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি!

★ ২০০ টাকার বাস ভাড়া ২০০০ টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি,

কিন্তু রিক্সাওয়ালা ১০ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই থাপ্পর দিতে দেরি করি না!

★ শরীর পরিস্কার রাখার জন্য হাজার টাকার সাবান/ ফেইসওয়াস ব্যবহার করতে পারি, কিন্তু সম্পদ পরিস্কার/পবিত্র করার জন্য দরিদ্রকে

যাকাত দিতে পারি না!

কোথায় মানবতা, কোথায় মনুষত্ব?

Comments

    Please login to post comment. Login